নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুবক উজ্জ্বল হোসেনের (২৮) লাশটি উদ্ধার হয়েছে। শনিবার সকালে লাশটি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি এলাকার সোমেশ্বরী নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ নদীর ওই রামবাড়ি এলাকাতেই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে উজ্জ্বল হোসেন নিখোঁজ হয়েছিলেন। উজ্জ্বল দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার বিকেলে দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে সোমেশ্বরী নদী দিয়ে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্চিনচালিত নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জ্বল নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর দেওয়া হয় ফায়ার স্টেশনে। পূর্বধলা ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েছে। কিন্ত রাত পর্যন্ত লাশ না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, শনিবার সকালে উজ্জ্বল হোসেনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তবে এ ঘটনায় এখানো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল