জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মানবিক, কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার মহতী উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এই মানবিক এবং কল্যাণকর কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে ঠিকানাবিহীন, আশ্রয়হীন এবং গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবায়িত হচ্ছে।’
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ২৬ হাজার ২২৯টি জমিসহ বাড়ি বিতরণের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
সকল ষড়যন্ত্র ও বাধা কাটিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সাহসী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, ‘একমাত্র শেখ হাসিনাই পারে এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। দেশের উন্নয়ন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।’
জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বাড়ি ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী থানার ওসি মো. তানভিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, দিনাজপুর জেলায় তৃতীয় পর্যায়ে এবার ২৭২৯টি পরিবারের মধ্যে অবশিষ্ট ৮৭৩টি পরিবারকে জমিসহ নতুন ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিনাজপুর সদরে ১৫০ জনকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ ও জমি।
বিডি প্রতিদিন/ফারজানা