রাজশাহীর চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, জেলা প্রশাসক আবদুল জলিল, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহীর প্রথম সংসদীয় এলাকা হিসেবে (রাজশাহী-৬) চারঘাট ও বাঘা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার মোহনপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর চারঘাট উপজেলার গৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন