রংপুর জেলার ভূমিহীন-গৃহহীন এক হাজার ৩৯৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপের এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক আসিব আহসান ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দুপুরে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে মমিনপুর ইউনিয়নের ৫০ জনকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। জমি ও ঘর পেয়ে খুশিতে আত্মহারা উপকারভোগিরা।
জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রংপুর জেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সদর উপজেলায় ১০৫টি, কাউনিয়ায় ১২৭টি, বদরগঞ্জে ১শ'টি, পীরগাছায় ১২০টি, মিঠাপুকুরে ৩শ'টি, তারাগঞ্জে ২০৫টি, গঙ্গাচড়ায় ২শ'টি ও পীরগঞ্জ উপজেলায় ২৪০টি পরিবারকে ২ শতাংশ জমিসহ এ ঘর হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন