ভোলায় বিক্ষোভ সমাবেশে নিহত আব্দুর রহিমের গায়েবানা জানাজা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি রিগ্যানসহ জানাজায় বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
এর আগে রবিবার দুপুরে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম (৩০) নিহত হন। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন