অভাবের তাড়নায় দিনাজপুরের খানসামায় অসুস্থ্য হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত হামিদুল ইসলাম খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া শিয়ালডাঙ্গী এলাকার সুমন ইসলামের ছেলে।
বৃহস্পতিবার খানসামা উপজেলার কাচিনীয়ায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
পরিবার ও পুলিশ জানায়, বিগত তিন বছর ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন হামিদুল। অভাবের সংসারে স্ত্রী, ছেলে ও পুত্রবধূ নিয়ে কষ্টে দিন যাপন করছিলেন তিনি। তাই কোনো রোগের চিকিৎসা করাতে পারতেন না। তাই বৃহস্পতিবার সকালে অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন হামিদুল। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন হামিদুল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ