ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানাসহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ টাকা রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস। জাতীয় গোয়েন্দা সংস্থার বিশেষ সংবাদে বৃহস্পতিবার রাতে আমদানিকৃত ফলের পন্য চালান পরীক্ষাকালে শুল্ক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে পণ্য চালানগুলো আটকে দেয়।
শুক্রবার সকালে কাস্টমস ঘোষণা বহির্ভুত চালানগুলো মোটা অংকের জরিমানা আদায় করে খালাসের অনুমতি দেয়। ভারত থেকে আমদানিকৃত ফলের মধ্যে বিভিন্ন ধরনের ঘোষণা বহির্ভুত ফল দেখতে পেয়ে ১২ টি আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করেন শুল্ক কর্তৃপক্ষ।
কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকৃত ফলের মধ্যে আনার, আপেল, মাল্টা ও টমেটো আমদানি ঘোষণা দিয়ে ভিন্ন ভিন্ন ফল আমদানি করেন।
বিডি প্রতিদিন/হিমেল