ভাঙ্গা উপজেলা কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি ইসরাইল ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত মোল্লার পরিচালনার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মিয়ান আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী হেদায়েত উল্লাহ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,আওয়ামী লীগ নেতা ফাইজুর রহমান,ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য এম এম কামরুজ্জামান কাফী ও এম হক বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ