গাজীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নাহিদ স্থানীয় মৃত আতাউর রহমান ছেলে। শনিবার দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার এস আই খুরশীদ আলম ও স্থানীয়রা জানান, নাহিদের বানিয়ারচালা এলাকায় শো-রুমের দোকান রয়েছে। নাহিদ তার এক সহকর্মীকে এগিয়ে দিতে যান বাঘের বাজার-ভবানীপুর আঞ্চলিক সড়কের পালপাড়া এলাকায়। সেখান থেকে ফেরার পথে বানিয়ারচালা এলাকা থেকে আসা বাঘেরবাজারগামী একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত নাহিদকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার এস আই খুরশীদ আলম জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম