ভোলায় নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিমের রূহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার বিকালে তারাকান্দা উত্তর বাজারে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য এড. নুরুল হক, আব্দুস সালাম, ছিদ্দিকুর রহমান, কবির মাহবুবুল আলম সরকার হারুন, এড. শাজাহান কবির শাজু, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি (ময়মনসিংহ বিভাগ) -এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার ভূইয়া প্রমুখ। সবশেষে দোয়া পরিচালনা করেন, ময়মনসিংহ জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/এএ