নোয়াখালীতে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও কিছু মালামাল উদ্ধার করা হয়। রবিবার দুপুরে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে ও বিভিন্ন স্থানে অভিনব কায়দায় এই আন্তঃজেলার চোর চক্র প্রবেশ করে আলমারি ও তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। প্রযুক্তির মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের ঢাকার ডেমরা এলাকা থেকে শনিবার রাতে সুধারাম থানা পুলিশ ও ডিবি পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-আশিকুল ইসলাম (৩০) ও মামুন আবদুল্যাহ (২৮)। আশিকুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের সদরে আশুলির চর পূর্বকান্দি গ্রামে। আর মামুনের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানায়।
তারা জিজ্ঞাসাবাদে জানান, ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় তারা সংঘবদ্ধ এ কর্মকাণ্ড করে থাকেন। তাদের লিডার কৌশলে পালিয়ে যায়।
এ সময় সংবাদ সম্মেলনে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ডিবির ওসি সাইফুল ইসলাম ও ডিআইওয়ান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই