ময়মনসিংহের ফুলপুরে জন্মমৃত্যু নিবন্ধন কাজে সেরাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, সহকারি প্রোগ্রামার হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিববৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।
সেরা দফাদার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন রূপসী ইউনিয়নের আবুল কালাম, সেরা ইউপি সচিব হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন ভাইটকান্দি ইউনিয়নের সুদেব কুমার রায়, সেরা ইউপি সদস্য হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন ফুলপুর ইউনিয়নের লাইলী আক্তার ও সেরা ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ। এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে সরকার গুরুত্বারোপ করেছে। সরকারের নির্দেশনাকে বাস্তবায়নের জন্যে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে আজ তাদের কাজের গুণগত মানের ভিত্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আশা করি, এতে অন্যরাও অনুপ্রাণিত হবে।
বিডি প্রতিদিন/এএ