কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকলীগ। রবিবার দুপুরে কিশোরগঞ্জের নগুয়া এলাকায় নূরুল উলুম আদর্শ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি। এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিম বেগম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম