জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে ট্রেনের যাত্রী দ্বিগুণ বেড়ে গেছে। অন্যদিনের তুলনায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে ঢাকাগামী যাত্রী দেখা গেছে। সব ট্রেনেই উপচে পড়া ভিড়। রবিবার বেলা সাড়ে ১১টায় এক ঘণ্টা বিলম্বে লালমনিরহাট এক্সপ্রেস দ্বিগুণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
সরেজমিন লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রচুর যাত্রী ঢাকা যাওয়ার জন্য রেল স্টেশনে অপেক্ষায় আছেন। যাত্রীরা জানায়, তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে, তাই নিরুপায় হয়ে ট্রেনে ঢাকার দিকে রওনা হয়েছেন তারা। অনেক যাত্রী জানান, সকালে ট্রেনের টিকিট পেলেও সিট পাননি। তাই কষ্ট করে হলেও ঢাকা যেতে হচ্ছে তাদের।
এদিকে, লালমনিরহাট এক্সপ্রেস সাড়ে দশটায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ছেড়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বাস ভাড়া দ্বিগুণের কারণে প্রভাব পড়েছে ট্রেনের ওপর। ভোগান্তি এড়াতে অনেকে বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াতের জন্য স্টেশনে ভিড় জমাচ্ছেন। ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকের তুলনায় একদিনের ব্যবধানে ২৫ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ।
লালমিনরহাট পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কিছুটা প্রভাব রেলওয়ের ওপর পড়েছে। এতে ২৫ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রেলস্টেশনে ঈদের মতো যাত্রীর উপচে পড়া ভিড় দেখতে পারছি।
বিডি প্রতিদিন/এমআই