৭ আগস্ট, ২০২২ ১৮:০১

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান
চালিয়ে জরিমানা

দিনাজপুরে বাজার তদারকী কার্যক্রমে বিরামপুরে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। 
গতকাল রবিবার জেলার বিরামপুরের তিনটি পেট্রোল পাম্প ও সার কীটনাশক ব্যবসায়ীর দোকানে এসব অভিযান চালানো হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, বিরামপুর উপজেলার শারমিন ফিলিং স্টেশনে ওজন পরিমাপক যন্ত্রের ত্রুটি পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা এবং নুর ট্রেডার্স নামক একজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে অব্যবস্থাপনার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নুর ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্য তালিকা লটকানো ছিলনা। এছাড়াও তিনি আরও দুটি পেট্রোল পাম্প পরির্দন করেন। মাপ সঠিক পায়।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর