চাঁদপুরের ফরিদগঞ্জের লড়াইরচর এলাকায় বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর তপাদার বাড়ির মাদক ব্যবসায়ী মো. রাসেল (৩৬)’র ঘরে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক ব্যবসায় জড়িত থাকায় তার স্ত্রী তামান্না বেগমকে আটক করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসার সাথে জড়িত রাসেলের বসতে ঘরে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িতের অভিযোগে তার স্ত্রীকে আটক করে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদক ব্যবসায়ী রাসেলকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম