বান্দরবানের আলীকদম উপজেলায় ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে গিয়ে ধরা পড়েছেন রোহিঙ্গা নাগরিক আহছাব উদ্দিন ও তার কথিত বাবা জামাল হোসেন। বুধবার রাতে উপজেলা নির্বাচন অফিসারের হাতে আহছাব উদ্দিন ধরা পড়ার পর তার ভুয়া বাবা জামাল হোসেনকে ডেকে এনে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে আলীকদম উপজেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আলীকদম থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করেন। মামলায় নয়া পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান এবং নয়াপাড়া ও চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ সচিবসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন জানান, আটক দুই আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
তবে নয়া পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন জালিয়াতির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, তার পক্ষে পুরো ইউনিয়নের সব বাসিন্দাকে জানা বা চেনা সম্ভব নয়।
তিনি জানান, রোহিঙ্গা নাগরিক আহছাব উদ্দিনকে নিজ এলাকার বাসিন্দা বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শনাক্ত করার পর তিনি কাগজপত্রে স্বাক্ষর করেছেন।
বিডি প্রতিদিন/এমআই