ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা কাজী মোমিতুল হাসান বিভুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৫ আগস্ট বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে শহরের লাবলু সড়কে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান। প্রথমে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আজ বাদ জুম্মা শহরের ওয়ারলেস পাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন