জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় শহরের আলাইপুরের জেলা বিএনপির আস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দিকে প্রধান সড়ক দিয়ে এগানোর চেষ্টা করলে বিদ্যুৎ অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
সমাবেশে বক্তারা, তেল, ডাল ও জ্বালানি তৈলসহ সকল নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিং বন্ধে বর্তমান সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/কালাম