জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, বিএনপি নেতা আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম