সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কালিবাড়ি মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, রেজাউল হক, নাদির আহমদ, আবুল কালাম, অ্যাডভোকেট শেরেনূর আলী, আনসার উদ্দিন, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সাংগঠিনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফেন্দী লিটন, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আবিদুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন