পীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের বোচাগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পার্থ কুমার দাস নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পার্থ কুমার দাস (১০) রাজশাহী জেলার তানোর উপজেলার পরিকুমার দাসের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, রাজশাহী থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পরিকুমার তার ছেলেকে সঙ্গে নিয়ে মামার বাড়ি বোচাগঞ্জ উপজেলা শহরের মেলাগাছি এলাকায় আসেন। শুক্রবার দাসপাড়া মন্দিরে ছিল ভাগিনার অন্নপ্রাসন অনুষ্ঠান। সেখানে যেতে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে পার্থ কুমার দাসসহ আরেকজন মন্দিরে অন্নপ্রাসন অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় সেতাবগঞ্জ শহর থেকে পীরগঞ্জের দিকে যেতে কাভার্ড ভ্যানটি পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পার্থ কুমার দাস এর মৃত্যু হয়। তবে অপর মোটরসাইকেল আরোহী সামান্য আঘাত পেয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার কাভার্ড ভ্যানের ধাক্কায় পার্থ কুমার দাস ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চালকসহ কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ