কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আবু হোরায়রা উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সামাউন ইসলামের ছেলে।
মৃত শিশুর বাবা সামাউন ইসলাম জানান, শুক্রবার সকাল এগারোটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আমার ওই দেড় বছর বয়সের শিশু আবু হোরায়রা।কিন্তু সবার অজান্তে কখন যেন পুকুরের পানিতে পড়ে সে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলনা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ বাড়ির লোকজন দেখে খবর দেয়। পরে তার স্বজনরা গিয়ে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এএ