ময়মনসিংহের তারাকান্দায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার বানিহালা গ্রামের শামীম মিয়া (২০), ফরিদ মিয়া (২২), ফিরোজা বেগম (৫৫), তারাকান্দা বাজারের শাহ আলম (৪২), কামারগাঁও গ্রামের শাহাবুদ্দিন (৫৮) ও সাধুপাড়া গ্রামের মইন উদ্দিন (৬০)।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, তাদেরকে আজ শুক্রবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ