গাজীপুরের নিখোঁজের পরদিন বিলের পানিতে ভেসে উঠেছে প্রতিবন্ধী এক তরুণের লাশ। শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী বিল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম-সাকিব হোসেন (২১)। সে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন ও স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা বাজারের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হওয়ার পর নিখোঁজ হয় সাকিব হোসেন। সে শারীরিক প্রতিবন্ধি ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। শুক্রবার বিকেলে কালনী এলাকায় আড়গড়িয়া-কালনী সড়কের কালভার্টের নীচে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায় নি, তবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধি হওয়ায় বিলের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ