পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসানসহ ১২ জন আহত হয়েছে বলে দাবি করেছন, বিএনপি নেতারা।
শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি শেষে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি বিএনপির।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, বিকেলে কর্মসূচি শেষ দলীয় কার্যালয় এলাকায় হঠাৎ করে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে তিন দিক থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা পাইপ রড নিয়ে হামলা করে। এর আগে কালিবাড়ি রোডে কয়েকজন কর্মীকে মাারধর করা হয়। হামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক, যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ অনেকে আহত হয়েছেন। ছাত্রলীগ ক্যাডাররা মোটরসাইকেল মহড়া দিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের বাসায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলের লোকজনের ওপর হামলা চালিয়েছে। নাজিরপুর উপজেলা থেকে ২ টি বাসে আসা ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়ে বাস ভাংচুর করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজলের দাবি, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কালিবাড়ি সড়ক থেকে আশালীন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আর কোন ঘটনা ঘটেনি।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জনান, বিকেলে শহরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে বলে শোনা যায়।
বিডি প্রতিদিন/নাজমুল