জ্বালানি তেল, পরিবহন খাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদ এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার দ্রুত বিচার দাবিতে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দীর্ঘদিন পর শেরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দ একত্রিত হয়ে ব্যাপক শোডাউন করে।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।
সরকারের আয়ু শেষ উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সরকারি দলের নেতারা শেষ মুহূর্তে এসে জনগণের সম্পদ লুট করে নিচ্ছে। এখন থেকে প্রতিবাদ করতে হবে, বিএনপি রাজপথে থাকবে।
এর আগে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রঘুনাথবাজার এলাকায় জড়ো হন। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন