জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।
এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এড. একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, এমআর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, সহিদুন্নবী সালাম, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, আবু হাসান, রিগ্যান।
এতে বক্তারা বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই ব্যর্থ সরকার পতন আন্দোলনে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল