বিদ্যুতের লোডশেডিং, জ্বালানী তেলের দাম বৃদ্ধি, ও দ্রব্যমূল্যর অসাভাবিক মুল্য বৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে শুক্রবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ শাহজাহান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, ফিরোজ আলম মতিন,আবু নাছের, শহিদুল ইসলাম কিরন, বিএনপি নেতা ওমর ফারুক টপি, ভিপি জসিম, গিয়াস উদ্দিন সেলিম, সলিমুল্যা বাহার হিরন, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ প্রমুখ, এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা লিয়াতক আলী খান, আবু হানিফ, মাজহার, সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা মাসুদুর রহমানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এএ