জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন খাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলা সদরে ঐশী রাইস মিল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন এড. নুরুল হক, হাফেজ আজিজুল হক, সৈয়দ এড. এনায়েত উর রহমান, কামরুজ্জামান লিটন, আসলাম মিয়া বাবুল, এড. সুলতান, আব্দুল হামিদ, বদরুল কবির, অধ্যাপক কাজল মিয়া, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান শহিদ, আব্দুর ছালাম তালুকদার, আনিসুর রহমান মানিক, হারুনুর রশিদ হারুন, মাসুদ রানা, এড. শাহজাহান সিরাজ সাজু, আমিরুল ইসলাম মনি, আব্দুর সাত্তার ভূঁইয়া, মহিলা দলের আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি, যুবদলের সভাপতি শামসুল হক শামসু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনুন, সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমেদ শাকিব, সদস্য সচিব আমিনুল হক রোমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন