প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর সোনাইমুড়ীতে ক্যান্সার, পেরালাইজড ও কিডনীসহ জটিল রোগীদের মাঝে ১০ লক্ষ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপরে সোনাইমুড়ীর বীরশ্রেষ্ঠ রহুল আমিন মিলনায়তনে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টাকা বিতরণ করেন।
সোনাইমুড়ী উপজেলা প্রশাসন ও সমাজ সেবার উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুসষ্ঠিত হয়। এই সময় রোগী ও তাদের স্বজন ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ