ময়মনসিংহের ফুলপুরে একটি বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক মিজানুর রহমান (২৭)। তিনি ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মেরিগাই গ্রামের হজরত আলীর ছেলে। আর অটোরিকশার যাত্রী মঞ্জুরুল। তিনি একই উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামের নুরুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী পশ্চিম পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে অটো চালকসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু গুরুতর আহত অটোচালক মিজানুর রহমানকে (২৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সেখানে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুরুল নামে অটোরিকশার এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, এসআই কবির ও এসআই তরিকুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি বলেন, ‘বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ