সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে উপজেলার মাগুরা বিনোদ ইউপির হামকুড়িয়া শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী চলনবিলে শাপলা ফুল তোলার জন্য যায়। এসময় আমজাদ আলী তাকে শাপলা তুলে দেয়ার কথা বলে নৌকা নিয়ে ধর্ষণের চেষ্টার করে। পরবর্তীতে মেয়েটি কান্নাকাটি শুরু করলে আমজাদ তাকে ছেড়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি জানিয়ে দেয়। এরপরই এলাকাবাসী ওই বৃদ্ধকে আটকে মারধর করে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে বৃদ্ধকে আটকে থানায় নিয়ে আসা হয়।
মেয়েটির বাবা জানান, আমজাদ এর আগেই চারটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। শাস্তি না পাওয়ায় সে বারবার একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তিনি আমজাদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমজাদকে আটকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম