১৫ আগস্ট, ২০২২ ১৬:৪০

বান্দরবানে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজন

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুজিব ভাস্কর্য বেদীমূলে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সকাল ৭টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে স্থাপিত মুজিব ভাস্কর্য বেদীমূলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য সরকারি বেসরকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এর আগে মন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন।

সকাল ৯টায় আওয়ামীলীগের নেতৃত্বে শহরে শোক র‌্যালি বের করা হয়। শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর