১৫ আগস্ট, ২০২২ ১৬:৪৬

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর প্রতিনিধি


শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

 

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও  বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়।
এর আগে আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের আয়োজনে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর