১৮ আগস্ট, ২০২২ ২২:১৮

ফরিদপুরে বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ কল্পে এবং ব্রয়লার মুরগী সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার শহরের বিভিন্ন বাজারগুলোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

অভিযানে ব্রয়লার মুরগী ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথ ভাবে সংরক্ষন ও প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না দেবার অপরাধে সদর উপজেলার গঙ্গাবর্দী বাজারের ব্রয়লার মুরগী বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সাফা ট্রেডার্স, মেসার্স বন্ধু ট্রেডার্স, ও ভাই ভাই ট্রেডার্সকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন মুরগীর খামার তদারকি করা হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্য না নেবার জন্য সর্তক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ অভিযান চলমান থাকবে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা করেন।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর