১৯ আগস্ট, ২০২২ ১৯:৩৮

বাউবির এসএসসি পরীক্ষা শুরু

গাজীপুর প্রতিনিধি

বাউবির এসএসসি পরীক্ষা শুরু

শুক্রবার থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে বাউবির এসএসসি পরীক্ষা-২০২২। পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন রাজশাহী শহরের লোকনাথ উচ্চ বিদ্যালয়, পুঠিয়ার উপজেলার ধোকড়াকুল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। 
                     
তিনি পরীক্ষা কক্ষের অবস্থা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায়  সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। 

উল্লেখ্য, সারা দেশে ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পরীক্ষায় সর্বমোট ৫১ হাজার ২ শত ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ৩২ হাজার ৮ শত ৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩ শত ৬৮ জন নারী। 

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন জানান, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন কুমিল্লা হাই স্কুল, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা ইউসুফ হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর