বাগেরহাটের মোরেলগঞ্জে সামুদ্রিক মাছে রং মেখে বাড়তি দামে বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মাছ বিক্রেতা মো. মজলু মাতুব্বরকে (৭০) মাছ ও এক গামলা রংসহ হাতেনাতে ধরা হয়। এরপর তাকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাছে রং মেখে প্রতারণার আশ্রয়ে বাড়তি দামে বিক্রয় করা হয়, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রং মেশানোর উপকরণসহ বারইখালী গ্রামের নহর মাতুব্বরের ছেলে মজলু মাতুব্বর হাতে নাতে ধরা পড়ে।
বিডি প্রতিদিন/এমআই