ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল।
বিএনপি নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা এখলাছ উদ্দিন, রহিম উদ্দিন, ইসমাইল হোসেন, মোল্লা আলী সাবরী মনির, মতিউর রহমান মতি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, খুররম খান যুবরাজ, ছাত্রদল উওর জেলার সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া পর্ব শেষে উপজেলার মেঘশিমূল এগ্রো ফিসারিজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই