নাটোরে পিফরডি’র সহযোগিতায় ডিস্ট্রিক পলিসি ফোরামের (ডিপিএফ) উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি’র জেলা সমন্বয়ক ওমর ডি কস্তা, ডিপিএফ সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই