আগামী ১৭ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল আজ৷ এতে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শাহজাহান মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দের হাতে মনোনয়ন পত্র জমা দেন। এ পদে অন্য কেউ মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে তিনি।
এছাড়া ৫টি উপজেলার সাধারণ সদস্য পদে ২২ জন আর সংরক্ষিত নারী সদস্য ২ পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ