পিরোজপুরে স্কুলভিত্তিক দলগত অংশগ্রহণে জেলা পর্যায়ে দাবা খেলার কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার সকালে জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এই কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পুলিশ সুপার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব ও জেলা দুপ্রকের সভাপতি মনিরুজ্জামান নাসিম প্রমুখ।
দুই দিনব্যাপী এই দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১২টি দলে ৭২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে। আগামীকাল এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই