২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৩১
জেলা পরিষদ নির্বাচন

নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ৩ জন সদস্য নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ৩ জন সদস্য নির্বাচিত

আবদুল ওয়াদুদ পিন্টু

আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রবিবার নোয়াখালীতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে ১, ২ ও ৯ নং ওয়ার্ডে অর্থাৎ ৩টি ওয়ার্ডে ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৫ জন নারী এবং সাধারণ সদস্য পদে ৬টি ওয়ার্ডে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এদিকে সংরক্ষিত ওয়ার্ডে দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল ও ১ জন প্রত্যাহার করে নিয়েছেন। সাধারণ সদস্য পদে তিনজন বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬টি ওয়ার্ডে ২৩ জন মাঠে লড়বেন। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেছবাহ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান প্রার্থী তিন জনের মধ্যে একজন ঋণ খেলাপীর কারণে বাতিল ও অপর একজন প্রার্থীতা প্রত্যাহার করেছে। এজন্য একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর