চট্টগ্রামের যুবলীগ নেতা শহীদুল ইসলাম আকাশ হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- হত্যা মামলার প্রধান আসামি মো. মামুন, মুকেশ চন্দ্র দাস ওরফে সৌরভ এবং মো. ইকবাল। গত শনিবার রাতে চাঁদপুর জেলার সদরের পুরান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ৯ সেপ্টেম্বর নিহত জোররাগঞ্জ যুবলীগ নেতা আকাশ হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এএম