ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে ২টি দোকান। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, কসবা পুরাতন বাজারে মনি মুক্তা স্টুডিওসহ একটি মনোহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম