২৬ সেপ্টেম্বর, ২০২২ ০২:০৮

ঘর পাচ্ছেন রাজশাহীর সেই মাসুরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঘর পাচ্ছেন রাজশাহীর সেই মাসুরা

এশিয়ার ক্ষুদ্রতম ‘মা’ হিসেবে পরিচিত রাজশাহীর পবার মাসুরা এবার পারিলা ইউনিয়নে নিজ গ্ৰামে আশ্রয়ন  প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন। রবিবার সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক আবদুল জলিল ওই পরিবারকে দশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জেলা প্রশাসক আবদুল জলিল জানান, উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি নিয়েও মা হয়েছেন-রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামের মাসুরা বেগম। এশিয়ায় সবচেয়ে ক্ষুদ্রতম ‘মা’ পবার মাসুরা থাকেন পরের জমিতে ঘর করে। নিজের ও পরিবারের সদস্যদের জন্য মাথা গোঁজার ঠাঁইটুকু ছিল না। চাচার জমিতে এতদিন ঘর করে ছিলেন তিনি। এ অবস্থায় বিষয়টি জানার পর তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পারিলা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ, পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর