২৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:০২

রাজশাহীতে সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সম্প্রীতি সমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের উদ্দেশে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে রাজশাহী মহানগর পুলিশ এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। রাজশাহী মহানগরী সম্প্রীতির শহর, শান্তির শহর। এখানে পূর্বে কোনোদিন সম্প্রীতি বিনষ্ট হয়নি, আগামীতেও হবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রদায়িকতার স্থান এদেশের মাটিতে হবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান কালু, রাজশাহী মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্যামল কুমার ঘোষসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর