৩০ সেপ্টেম্বর, ২০২২ ০২:৫৬

ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ২৭ মহিষ জব্দ

কক্সবাজার প্রতিনিধি

ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ২৭ মহিষ জব্দ

ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ২৭ মহিষ জব্দ

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ২৭টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির একটি টহল দল। 

বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান থেকে মালিকবিহীন এসব মহিষ জব্দ করে বিজিবি। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মাদককারবারি, চোরাচালানকারী ব্যক্তি যতই ক্ষমতাধর হোক, তাদের প্রমাণ সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করুন। অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর