৩০ সেপ্টেম্বর, ২০২২ ২০:৩৪

দিনাজপুরে দুই হাজার মানুষকে রক্ত দিয়েছে ব্লাড ডোনেট এসোসিয়েশেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দুই হাজার মানুষকে রক্ত দিয়েছে ব্লাড ডোনেট এসোসিয়েশেন

দিনাজপুরে তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্লাড ডোনেট এসোসিয়েশেনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা হয়েছে।
সংগঠনটি এ পর্যন্ত ২ হাজার ৫০ জনকে বিনামূল্যে রক্ত প্রদান করেছে এবং জেলায় ৫টি ক্যাম্প এর মাধ্যমে ১১০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করে দিয়েছে। এ কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলে আয়োজকরা জানায়। 

শুক্রবার বিকালে দিনাজপুর শহরের স্টুডেন্ট ব্লাড ডোনেট এসোসিয়েশেনের কার্যালয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানে স্টুডেন্ট ব্লাড ডোনেট এসোসিয়েশেনের এডমিন প্যানেল নিজামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, সহ-সভাপতি সাইদুর রহমান, ফরাক্কাবাদ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাওছার আলী প্রমুখ। পরে কয়েকজনকে সম্মাননা দেয়া হয়।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর