২ অক্টোবর, ২০২২ ১৮:১৩

ফুলপুরে ৯ বীরাঙ্গনাকে আর্থিক অনুদান প্রদান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ৯ বীরাঙ্গনাকে আর্থিক অনুদান প্রদান

ময়মনসিংহের ফুলপুরে ৯ বীরাঙ্গনাকে ১৬ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলো নারীপক্ষ নামে ঢাকার একটি সংগঠন। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলপুরের ময়মনা, হালিমা, সুফিয়া, শহর বানু, সুরবালা রানী শিং, হালুয়াঘাটের রুমেছা, পয়রবী ও  ধোবাউড়ার আমেনা এবং সখিনাকে এসব অনুদান দেওয়া হয়। এছাড়া তাদের প্রত্যেককে জনপ্রতি ৫শ টাকা করে যাতায়াত ভাড়া প্রদান করা হয়। সংগঠনটি দুইদিন ব্যাপী কর্মসূচি পালন করে।

তাদের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় 'সংঘাতকালীন যৌন সহিংসতা: ক্ষতিপূরণ ও প্রতিকার বিষয়ক' দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার  শীতেষ চন্দ্র সরকার।

এসময় 'স্বাধীনতার ৫০ বছর বীরাঙ্গনার অবহেলা-অপমান, এবার হোক অবসান' প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, নারীপক্ষের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কর্মজাল প্রসার কর্মসূচীর পরিচালক এড. কামরুন নাহার, নারীপক্ষের নাজনীন সুলতানা রত্না, সাথিয়া আজিম, রেহানা ছামদানী কনা, তামান্না খান পপি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এটিএম রবিউল করিম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ফুলপুর হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কাড়াহা জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর